Thursday 12 July 2018

Tense


















Grammar-এর অন্যতম প্রধান বিষয় হচ্ছে Tense, তাই Tense খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে

Tense অর্থ কাল বা সময় কাজ করার সময়কে Tense বলে
Tense তিন প্রকার যথা -    

1    1. Present Tense (বর্তমান কাল): বর্তমান সময়ে সংঘঠিত হওয়া কোন কাজকে বুঝায় 
   যেমন আমি বল খেলি – I play ball.
2    2. Past Tense (অতীত কাল): অতীতে কোনো কাজ হয়েছিল এমন বোঝায় 
   যেমনআমি বল খেলেছিলাম– I played ball.
3    3. Future Tense (ভবিষ্যত কাল): ভবিষ্যতে কোন কাজ হবে এমন বুঝায় । 
   যেমনআমি বল খেলবো– I will play ball.

 প্রতিটা Tense আবার প্রকার করে যেমন
1        1.     Indefinite Tense
2        2.     Continuous Tense
3        3.     Perfect Tense
4        4.     Perfect Continuous Tense

পরবর্তী অংশগুলো খুব মনোযোগ সহকারে পরে বুঝতে হবে এবং নির্দেশনা অনুযায়ী Practice করতে হবে একটা অংশ বুঝে তারপর পরবর্তী অংশে যেতে হবে Present Indefinite Tense- টা ভালোভাবে বুঝতে পারলে পরবর্তী গুলো বুঝতে বেশি সময় লাগবে না তাই Present Indefinite Tense - টা ভালোমতো Practice  করতে হবে এবং বুঝতে হবে

Present Indefinite Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense 

Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates