Monday 16 July 2018

Present Continuous Tense

















Present Continuous Tense:  অর্থ চলমানবর্তমান সময়ে অর্থাৎ এই মুহূর্তে কোন কাজ চলছে এমন বুঝায় যেমন - আমি বল খেলছি
Structure বা গঠনপ্রণালী: Sub+am/is/are+V+ing+Obj/Ext.
[N.B: শুধুমাত্র Verb-এর Present form-এর সাথে ing যোগ হয়]
Subject I হলে Be verb am হবে, 3rd Person Singular Number হলে is হবে এবং বাকি সব ক্ষেত্রে are হবে
I am reading book.
He is reading book.
They are reading book.

Affirmative বা হ্যাবোধক : Sub+am/is/are+V+ing+Obj/Ext.
যেমন
আমি বল খেলছি - I am playing ball.
সে বল খেলছে He is playing ball.
তারা বল খেলছে They are playing ball.
আমরা বল খেলছি We are playing ball.
রহিম বল খেলছে Rahim is playing ball.

Negative বা নাবোধক : Sub+am/is/are+ not+V+ing+Obj/Ext.
 আমি বল খেলছি না - I am not playing ball.
সে বল খেলছে না– He is not playing ball.
তারা বল খেলছে না They are not playing ball.
আমরা বল খেলছি না– We are not playing ball.
রহিম বল খেলছে না Rahim is not playing ball.

Interrogative বা প্রশ্নবোধক: Am/is/are+ sub+V+ing+Obj/Ext.
আমি  কি বল খেলছি - Am  I playing ball?
সে কি বল খেলছে Is he playing ball?
তারা কি বল খেলছে Are they playing ball?
আমরা কি বল খেলছি Are we playing ball?
রহিম কি বল খেলছে Is  Rahim playing ball?

Negative Interrogative বা নাবোধক প্রশ্ন: Am/is/are+sub+ not+V+ing+Obj/Ext.
আমি  কি  আমি বল খেলছি না - Am not I playing ball?
সে কি বল খেলছে না Is not he playing ball?
তারা কি বল খেলছে না Are not they playing ball?
আমরা কি বল খেলছি না Are not we playing ball?
রহিম কি বল খেলছে না Is not Rahim playing ball?

এইভাবে he, they, we, Rahim (যেকোন নাম) ইত্যাদি  Subject  দিয়ে  practice করতে হবে



Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates