Thursday 5 July 2018

Parts of Speech














Parts of Speech (পদ): বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ বা Parts of Speech.
Parts of Speech প্রকার যথা
1.  Noun  (বিশেষ্য)
2.  Pronoun (সর্বনাম)
3.  Adjective (বিশেষণ)
4.  Verb (ক্রিয়া)
5.  Adverb (ক্রিয়া বিশেষণ)
6.  Preposition (পদান্বয়ী অব্যয়)
7.  Conjunction (সংযোজক অব্যয়
8.  Interjection (আবেগ সূচক অব্যয়)

Noun (বিশেষ্য): যে Word দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে Noun বলে যেমন- Dhaka is the capital of Bangladesh (ঢাকা বাংলাদেশের রাজধানী)
The dog is a faithful animal (কুকুর একটি বিশ্বস্ত  প্রাণী)
Honesty is the best policy (সততা সর্বোৎকৃষ্ট পন্থা) ইত্যাদি
এই Sentence গুলোতে
Dhaka -স্থানের নাম বুঝায়
The dog-এক জাতীয় প্রাণীর নাম বুঝায়
Honesty-একটি গুনের নাম বুঝায়
যেহেতু উপরের Word-গুলোর প্রত্যেকটি দ্বারা নাম বুঝায় তাই তারা Noun.

Pronoun (সর্বনাম): Pro শব্দের অর্থ পরিবর্তন , Noun মানে বিশেষ্যসুতরাং Pronoun শব্দের অর্থ হল Noun এর পরিবর্তে , তাই বলা যায়- Noun এর পরিবর্তে যে সকল Word বা শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলা হয়
যেমন- Rahim is a good boy (রহিম একজন ভালো ছেলে)
He goes to school regularly (সে প্রতিদিন বিদ্যালয়ে যায়)
একই  Noun বার বার ব্যবহার করলে ভালো শুনায় না  বলে এখানে দ্বিতীয় Noun টিতে এর পরিবর্তে He ব্যবহার করা হয়েছে তাই “He” Pronoun. এরূপ- I, we, you, they, she, it ইত্যাদি Pronoun.

Adjective (বিশেষণ): যে Word দ্বারা  Noun বা  Pronoun-এর দোষ, গুণ, পরিমাণ, অবস্থা বা সংখ্যা প্রকাশ পায় তাকে Adjective বলে 
যেমন-   Karim is a good boy (করিম একজন ভালো ছেলে)
He is a rich man (তিনি একজন ধনী মানুষ)
The elephant is a large animal (হাতি একটি বড় প্রাণী)
উপরের Sentence গুলোতে দেখা যায় যে, ‘good’ শব্দটি ‘boy’ Noun কে ‘rich’ শব্দটি ‘he’ pronoun কে  ‘large’ শব্দটি ‘animal’ Noun  কে বিশেষিত করেছে তাই এগুলো  Adjective.

Verb (ক্রিয়া): যে Word দ্বারা কোনো কাজ করা বুঝায় তাকে Verb বলে
যেমন-  Rahim sleeps (রহিম ঘুমায়)
They play football (তারা ফুটবল খেলে)
The moon looks bright (চাঁদ উজ্জ্বল দেখায়)
উপরের Sentence গুলোতে sleeps, play এবং looks দ্বারা কোনো কাজ করা বুঝায় তাই এরা Verb, একটি Sentence-এ Verb সবচেয়ে গুরুত্বপূর্ণ Word কারন Verb ছাড়া কোন Sentence হতে পারে না

Adverb (ক্রিয়া বিশেষণ): যে Word Verb, Adjective বা অন্য কোন Adverb সম্বন্ধে পরিষ্কার ভাবে অর্থ প্রকাশ করে তাকে Adverb বলে 
যেমন- Nila walks slowly (নীলা আস্তে হাটে)
She is very beautiful girl (সে খুব সুন্দর মেয়ে)
The man can run fast (লোকটি দ্রুত দৌড়াতে পারে)
উপরের Sentence গুলোতে slowly ‘walks’ verb কে very 'beautiful' adjective কে এবং fast ‘run’ verb কে modify করে তাই slowly, very, fast এরা Adverb.
Note: সাধারণত Adjective-এর শেষে ly যোগ করে Adverb গঠন করতে হয় যথা –Beautifully, attentively, kindly, surely, quickly, carefully, sweetly.
Adverb সাধারণত Sentence-এর শুরুতে বা শেষে বসে

Preposition (পদান্বয়ী অব্যয়): Pre-অর্থ পূর্ব, position-অর্থ অবস্থান তাই যে Word কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে অন্য কোন Word-এর সাথে সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে
যেমন- Of, by, in, to, at, on, beside, under, into.
The book is on the table.
He goes to school.
The man is under the tree.
He is behind you.
Conjunction (সংযোজক অব্যয়): Con-অর্থ একত্র এবং junction-অর্থ সংযোগ, তাই Conjunction-এর অর্থ হল একত্রে সংযোগ সুতরাং বলা যায়-যে Word একাধিক Word বা Sentence- কে সংযুক্ত করে তাকে Conjunction বলে
যেমন- He is poor but honest.
Ali and Asad went to school.
I told him that he would come.
Learn your lessons or leave the class.

Interjection (আবেগ সূচক অব্যয়): যে সকল Word মনের আকস্মিক ভাব প্রকাশ করে তাদেরকে Interjection বলে এরূপ আকস্মিক মনের ভাব দ্বারা আনন্দ, বিষাদ, বিস্ময়, ঘৃণা, বিরক্তি, উচ্ছাস, বেদনা ইত্যাদি প্রকাশ পায়
আনন্দ অর্থে ব্যবহৃত হয় : Hurrah!                   Hurrah! We have won the match.
দুঃখ প্রকাশে ব্যবহৃত হয় : Alas! Ah!       Alas! The man is no more.
তিরস্কার অর্থে ব্যবহৃত হয় : Fie! Fie!      Fie! Fie! You are so mean.
উৎসাহ যোগাতে ব্যবহৃত হয় : Bravo!    Bravo! Well played.
আহ্বান করতে ব্যবহৃত হয় :  Hallo!                   Hallo! What are you doing now?
মনোযোগ আকর্ষণ করতে : Hush! Hark! Hush! The Headmaster is coming.

N.B: আধুনিক English- এ Interjection-কে Parts of speech হিসাবে গণ্য করা হয় না কারণ এদের সাথে Sentence- এর অপরাপর শব্দের সঙ্গে কোন সম্পর্ক রচিত হয় না এবং এদেরকে Sentence থেকে আলাদা করা হলেও মূল Sentence-এর অর্থের কোন রূপ পরিবর্তন ঘটে না
যেমন- Hurrah! We have won the match.

এখানে Hurrah বাদ দিলে Sentence এর বাকি অংশ দাঁড়ায়

We have won the match.


[এই অংশটুকু শুধু পড়তে হবে, আপাতত মুখস্থ করার দরকার নাই পরবর্তীতে Parts of Speech সম্পর্কে বিস্তারিত জানা লাগবে ]
 





Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates