Tuesday 17 July 2018

Present Perfect Continuous Tense














Present Perfect Continuous Tense: কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে এরকম বোঝালে Present Perfect Continuous Tense হয় যেমন
আমি সকাল থেকে বল খেলছি বাক্যে কাজটা অর্থাৎ খেলা শুরু হয়েছে অতীতে কিন্তু এখনো শেষ না হয়ে চলছে
Structure বা গঠনপ্রণালী: Sub + have /has + been + verb + ing + obj + since /for + time.
Subject 3rd Person Singular Number হলে has been হবে এবং বাকি সব ক্ষেত্রে have been হবে
নির্দিষ্ট সময় বুঝালে since এবং অনির্দিষ্ট সময় বুঝালে for হয়
যেমন-
আমি ঘন্টা ধরে বল খেলছি
এবং আমি শুক্রবার থেকে বল খেলছি
এখানে ঘন্টা দিয়ে বুঝা যাচ্ছে না কোন ঘন্টা কিন্তু শুক্রবার বললে একটা নির্দিষ্ট সময় বুঝাচ্ছে আরেকটা সহজ উপায় হচ্ছে মনে রাখা - বাংলা বাক্যে ধরে থাকলে for হয় আর যাবৎ থাকলে since হয়
আমি ঘন্টা ধরে বল খেলছি
I have been playing ball for two hours.
সে শুক্রবার থেকে বল খেলছে
He has been playing ball since Friday.
Affirmative বা হ্যাবোধক : Sub + have /has + been + verb + ing + obj + since / for + time.
 যেমন
আমি ঘন্টা ধরে বল খেলছি – I have been playing ball for two hours.
সে ২ ঘন্টা ধরে বল খেলেছে He has been playing ball for two hours.
তারা ঘন্টা ধরে বল খেলেছে They have been playing ball for two hours.
আমরা ঘন্টা ধরে বল খেলেছি We have been playing ball for two hours.
রহিম ২ ঘন্টা ধরে বল খেলেছে Rahim has been playing ball for two hours.

Negative বা নাবোধক :
[একের অধিক Be verb থাকলে শুধু প্রথম Be verb-এর পর not বসবে ]
Sub + have /has +not+ been + verb + ing + obj + since / for + time.
যেমন
আমি ঘন্টা ধরে বল খেলছি না – I have not been playing ball for two hours.
সে ২ ঘন্টা ধরে বল খেলেছে  না He has not been playing ball for two hours.
তারা ঘন্টা ধরে বল খেলেছে  না They have not been playing ball for two hours.
আমরা ঘন্টা ধরে বল খেলেছি  না We have not been playing ball for two hours.
রহিম ২ ঘন্টা ধরে বল খেলেছে  না Rahim has been playing ball for two hours.

Interrogative বা প্রশ্নবোধক: Have/has+sub+V3+Obj/Ext.
[ প্রশ্নবোধক করার সময় প্রথম be verb- টা Subject- এর সামনে বসবে ]
Have /has +sub+ been + verb + ing + obj + since / for + time.
যেমন
আমি কি ঘন্টা ধরে বল খেলছি না – Have not I been playing ball for two hours?
সে কি ঘন্টা ধরে বল খেলেছে  না Has not he been playing ball for two hours?
তারা কি ঘন্টা ধরে বল খেলেছে না Have not they been playing ball for two hours?
আমরা কি ঘন্টা ধরে বল খেলেছি না Have not we been playing ball for two hours?
রহিম কি ঘন্টা ধরে বল খেলেছে না Has not Rahim been playing ball for two hours?

Negative Interrogative বা নাবোধক প্রশ্ন: Have/has + not + sub + been + verb + ing + obj + since / for + time.
যেমন
আমি কি ঘন্টা ধরে বল খেলছি – Have I been playing ball for two hours?
সে কি ঘন্টা ধরে বল খেলেছে Has he been playing ball for two hours?
তারা কি ঘন্টা ধরে বল খেলেছে Have they been playing ball for two hours?
আমরা কি ঘন্টা ধরে বল খেলেছি Have we been playing ball for two hours?
রহিম কি ঘন্টা ধরে বল খেলেছে Has Rahim been playing ball for two hours?

এইভাবে he, they, we, Rahim (যেকোন নাম) ইত্যাদি Subject দিয়ে practice করতে হবে
Share:

Category List

Category

Pages

Category

Category

Blogger templates