Thursday 28 June 2018

Thanks for being here....














সহজে ইংরেজি শেখার উপায়
ইংরেজি কেন শেখা দরকার বা ইংরেজি কতটা গুরুত্বপূর্ণ তা মনে হয় না নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছেএই সমস্যা অনেকেরই, যে শুধু ইংরেজিটা কম জানেন তাই অন্য অনেক কিছু  খুব ভালো জানা সত্ত্বেও বিশেষ সুবিধা করতে পারছেন না
তো….

কতটুকু ইংরেজি জানা দরকার?
হ্যা, এটা একটা বিষয়, আমার ইংরেজিতে উপন্যাস লেখা জানার দরকার নাই বা বাংলা একটা বই আমি ইংরেজিতে অনুবাদ করতে চাই না এমন কি বিদেশী লেখকের বই সরাসরি ইংরেজিতে পড়তেও চাই না ,
 শুধু ….
1.      নিজে নিজে বেশ কয়েকটা লাইন যেন লিখতে পারি আর
2.      English পড়ে যেন বুঝতে পারি 
ঠিক তাই, আর দূর্ভাগ্যবসত আমাদের অনেকের জন্যই ঠিক এইটুকু খুব কঠিন
এর অবশ্য কারন আছে ,
প্রথমত, বিদেশী ভাষা আর যখন শেখার সময় ছিল  তখন ঠিকমতো শেখা হয় নাই তাই ইংরেজি নিয়ে মনে একটা ভয় রয়েই গেছে  
তাছাড়া, গ্রামার (Grammar) বই ধরলেই মাথা খারাপের মতো  হয়ে  যায় .. এত্ত কিছু  শেখা লাগবে ?  
আসলে ব্যাপারটা এরকম না, কাজ চালানোর মতো English শেখার জন্য গ্রামার (Grammar) বই মুখস্থ করা বা পুরোটা শেখার কোনো দরকার নেই

আমার নিজের অভিজ্ঞতা….
আমি যখন Class nine- পড়ি তখন প্রথম সাময়িক পরীক্ষার আগে মনে হতো ইশশ... যদি ইংরেজি পরীক্ষা না থাকতো তাহলে কত ভালো হতো, অথচ দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে মনে হচ্ছিলো ধ্যাত অন্যান্য  সাবজেক্ট গুলা না থেকে যদি শুধু ইংরেজি পরীক্ষা হতো বা সব পরীক্ষা ইংরেজিতে হতো তাহলে কত ভালো হতো কিছু- পড়া লাগতো না এমনিতেই পরীক্ষা দেওয়া যেত কারন ইংরেজি নিজে থেকে লিখা যায় কিছু-  মুখস্থ করতে হয় না  আমি ইংরেজিতে মজা  পাওয়া শুরু করেছিলাম
 
প্রশ্ন হচ্ছে কিভাবে?
আমি কিন্তু ওই অল্প সময় সব শিখে ফেলিনি শুধু খুব অল্প কিছু বিষয় ভালো করে পড়েছিলাম এবং প্রচুর শব্দার্থ মুখস্থ করেছিলাম যার ফলে আমি ইংরেজিটা বুঝতে শুরু করেছিলাম এবং  এটা আমার ভালো লাগতে শুরু করে  আর সেই ভালোবাসাটা আজ রয়ে গেছে
আমি যেভাবে আর যেটুকু দিয়ে শুরু করেছিলাম এখানে আমি ততটুকু-  দিয়েছি এবং ঠিক যেভাবে আমি পড়েছিলাম ঐভাবেই দিয়েছি
কিছু বিষয় আছে শুধু একবার পরে গেছি কিছু মুখস্থ করেছি  কারণ পরবর্তী বিষয়গুলা বুঝার জন্য ওই বিষয় গুলো জানা থাকা জরুরি ঠিক সেভাবেই এখানে আমি বিষয় গুলো দিয়েছি এবং নোট করে রেখেছি ঠিক কোন অংশটা কিভাবে পড়তে হবে
গ্রামার বিষয়টা মজার কারণ এটা অনেকটা গণিতের মতো, আর সবসময় হবে কখনো হবে না মানে সবকিছু একটা  নিয়ম মেনে হবে আর  তাই শিখতে হবে Step by Step. Serial break  করা যাবে না আমি যেই Serial দিয়েছি ওই Serial ধরে রাখতে হবে কারণ Grammar- এর প্রতিটা অংশ একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত

Vocabulary-অর্থাৎ শব্দার্থ শিক্ষার কোনো বিকল্প নাই-
আর একটা বিষয়, ইংরেজি খুব সহজে শিখতে হলে ভোকাবুলারি-অর্থাৎ শব্দার্থ শিক্ষার কোনো বিকল্প নাই. আমি এখানে সব কিছু বাংলাতে দিয়েছি আর প্রয়োজনীয় শব্দার্থ Vocabulary পেজ দেওয়া আছে শেখার সুবিধার্থে প্রতিদিন যে অংশ টুকু পড়বেন সেই অংশটুকুর শব্দার্থ ওই দিন- পরে ফেলবেন তাহলে আলাদা করে শব্দার্থ শেখার ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না
 
তাহলে আসুন শুরু করি....
 
Sentence
Parts of Speech

Share:

0 comments:

Post a Comment

Category List

Category

Pages

Category

Category

Blogger templates